-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আমি দিতে চাই না কিন্তু ওরা আমাকে
ছাড়ে না
বলে,- কি বকশিশ দিবি না !
এতো সহজেই যদি কাজ হয়ে যাবে..
আমরা চলব কি করে?
তবে কেন এসেছিস এই অফিস, আদালত,
হাসপাতাল, লাশ ঘর!
তুই জানিস না ! উপর থেকে নীচ তলা সবাই
চায়, সবাই খায়
আরে এই টা ঘুষ না, এই টা সালামি, এই টা
বকশিশ।
দে দে বকশিশ দে কাজ হবে , কাজ হবে..
যদি না দিস- তবে পরে আছিস, অনেকদিন
পর- স্যার নাই.
ও ভাই ডোম ঘরে লাশ !
ক্ষেপে তেড়ে তুই জানিস না চারিদেক ঘুষের
মহরা বকশিশ আর বকশিশ!
উপেক্ষোর ডাস্টবিনে আমি ভোক্তভোগী -এক
নর্দমা
নোংরা আর্বজনার স্তুপ!
কি সেবক! কি সেবিকা! নির্দ্বিধায়
আমাকে তাড়ালে.
কে যে মুক্তির দিশারী-আজো খোঁজে পেলাম
না.
আমি ও কি সেই দলে? আজ তাই মনে হয়..
আমিও তো দেই- বকশিশ দেই, ঘুষ দেই,
তোষামোদি করি
কই প্রতিবাদ তো করি না!
অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন মায়ের বুকে
জম্মেছিলাম..
শুধু দেখি ছাই, শুধু দেখি ছাই..
ঘুষের মহরা চলছে,বকশিশের মহরা চলছে,
দুর্নীতির অগ্রসান চলছে.কুশাসন চলছে.
অর্থ্ পাচার হচ্ছে, গুম হত্যা হচ্ছে-
সরল বাঙ্গালীরা কাঁদছে
আর ওরা নাচ্ছে !
দুর্নীতির অগ্রসানে মুক্তিরা আজ
এলোমেলো..
উন্নয়নের রক্ত মাংস আপন শকুনেরা ছিড়ে
খেলো!
বিনিময় হলো দুর্নীতি- আমারও তো কিছুটা
মিটালো..
আমি দিতে চাই না কিন্তু ওরা আমাকে
ছাড়ে না
দুরারোগ্য মরণব্যাধির মতো।
সুশাসনই পারে আমার প্রাণে কবিতার
প্রদীপ জ্বালাতে।
অনেক বিরহে আছি- হে জাতির মহাকবি।
------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment