Wednesday, March 13, 2019

কে এই রিমোট কন্ট্রোলার ?




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
রিমোট কন্ট্রোলটা কোথায়?
তাকে পাইনি খোঁজে, এ উম্মাদনাকে থামাতে
উষ্ণ স্বপ্নকে ধেয়ে ধেয়ে আনিতেছে দুঃখ!
উত্তেজনা ঘেটে ঘেটে নিভৃতে খোঁজেছি
কে এই রিমোট কন্ট্রোলার দৃশ্যে নাই ?

নবীণ শক্তিতে আপন স্বার্থ্ খোঁজে লোকে
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব স্থানে একই অসুখ
আজ যুবারা তরঙ্গহীন খরা নদী।

যৌবনের তীব্রতম গতির উল্লাসে
যুবাদের শরীরের ভাষা বিষ্ময়ে পড়েছি—
রক্তের দাগে দাগে আঁকা কলংকের চিত্র!
কার ইচ্ছে পূরণে মিথ্যে মিথ্যে মরেছে ছাত্র ?

আজ আলোর পথিকেরা যেন পথ ভুলে ছুটেছে..
অথচ এদের একটি সোনালী অতীত ছিল!
ছিল একটি দীপ্ত প্রতিবাদের কালজয়ী হাত
এখন ঘৃণা হয়, লজ্জা হয়, ভয় করে!
আজ ওরা কালো রাত!
কিন্তু কে এই রিমোট কোন্ট্রোলার ?
যে শিথিল করে দিচ্ছে আগামীর পথ চলা !

কে এই নাটের গুরু পর্দার আড়ালে থেকে থেকে
নবীণ শক্তিকে আপন স্বার্থে দিয়েছে ছেড়ে..
আজ জাতি এক উসাসীন তারুণ্য মেলায়
যেখানে যুবারা অন্যের স্বার্থে মেতেছে হোলি খেলায়.

রিমোট কন্ট্রোলটা কোথায়?
তাকে পাইনি খোঁজে, এ উম্মাদনাকে থামাতে
তারুণ্যের প্রাণ যেন , এক ভয়ঙ্কর মরণ চিতা !
হে রিমোট কন্ট্রোলার, থামাও থামাও আজি থামাও
ওরা তেড়ে আসছে তোমাদের দিকে, ওরা আসবেই..
আজ ডুবাবে তোমার নৌকা - এ বঙ্গোসাগরে ।
----------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।.


No comments:

Post a Comment