Wednesday, March 13, 2019

হে আগামীর পিতা




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে আগামীর পিতা, আজকের পিতার প্রতি উদ্ধত হয়ো না, নত হও,
নত হতে শেখো..
তোমার অবহেলায় চেয়ে দেখ, কি নিদারুণ কষ্টে এ বৃদ্ধ পিতা.
কি অপলক দৃষ্টে, কি এক দুঃখে আজকের পিতা ।

ওহে দু’হাত তুল, বিনীত ভঙ্গিমায় নত শির হও..
দায়িত্ব নেও, খোঁজ খবর রাখ, বলো –”রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা।”
বলো, ভয় নেই- হে আজকের পিতা,
বলো, তোমার সন্তানেরা তোমার দুয়ারে দিবা নিশি প্রহরীর মতো।

হে আগামীর পিতা, হৃদয় খুলে দেখ কে  তোমার সামনে!
সুঠাম দেহের পরিপাটি সেই  যুবকটি আজকের পিতা খুব অসহায়..
হাত চলে না, পা চলে না, শরীর লড়ে না ,অচল দেহে বিছানায়
সে তো অর্থ্ রোজগার করতে পারে না
দু’মুঠো ভাত খেতে পায় না, চিকিৎসা করতে পারে না
অপলক শুধু চেয়ে থাকে সোনালী অতীতের দিকে…
তোমার অভদ্র আচরনে, দু’নয়নে ঝর্ণা ধারা প্রবাহিত..
হে আগামীর পিতা, শুনেছো কি আজকের পিতার আর্তনাত..
ওরা তো বৃদ্ধাশ্রম যেতে চায় না।
একটু আশ্রয় কি দেওয়া যায় না- হে আগামীর পিতারা ?

ওদের কান্না কি প্রভূ সইবেন ?
মনে রেখো, তুমিও ওদের মতো আজকের পিতা হবে!
সুতরাং নত হও,উত্তম আচরণ করো এ গোধূলী লগ্নে একটু হাসি ফোটাও
ভুলে যেও না ওরাই তোমার আগমনের বাহক
আজকের তুমি ওদের কল্যাণেই ।

যে পিতার জন্যে আজিকার তুমি আজ হতে পেরেছো..
সে পিতার জন্যে তুমি কি করেছো, কি অবদান রেখেছো?
একটু ভেবে দেখো, তুমিও সেই পথের পথিক!
আজই তৈরী করে নেও পথ, নতুবা হারাবে সব দিক ।

হে আগামীর পিতা, আজকের পিতার প্রতি উদ্ধত হয়ো না, নত হও,
নত হতে শেখো..
ওহে দু’হাত তুল, বিনীত ভঙ্গিমায় নত শির হও..
দায়িত্ব নেও, খোঁজ খবর রাখ, বলো –”রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা।
--------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।



No comments:

Post a Comment