-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বলাই বাহুল্য প্রাণটা পশু বা অন্যকোন
প্রাণীর নয়, কিন্তু বোধেরও নয়
তবু মানুষ পরিচয়ে মানুষ! আসলে কি
মানুষ?
মানুষের গঠণ থাকলেই কি মানুষ হওয়া
যায়!
মানুষের পরিচয় যে বোধ শক্তির উপর
বিবেচিত।
পুশুর ও প্রাণ আছে, বৃক্ষ, তরু –লতা,
ঘাসের ও প্রাণ আছে
কিন্তু ওদের নেই বোধ শক্তি, মানুষের
আছে তাইতো মানুষ, তাইতো শ্রেষ্ঠ !
শৃঙ্খলায় আবদ্ধ থেকে পশুদের কোন জীবন
ব্যবস্থা নেই,
ওরা ওদের মত,বিধাতাও দেয়নি কোন বিধি
বিধান
ওরা উম্মুক্ত! নেই কোন সংবিধান!
কিন্তু মানুষের আছে, আছে বোধ শক্তি,
তাইতো এরা শ্রেষ্ঠ !
কিন্তু আজ দেখি,
এ প্রাণটা পশু বা অন্যকোন প্রাণীর নয়,
কিন্তু বোধেরও নয়.
তাহলে কি মানুষ মানুষ নেই ?
বোধ শক্তির পরিচয়ে মানুষ! যা হচ্ছে তা
কি বোধ শক্তির নিয়ামক?
কিভাবে মানুষ বলি এ প্রাণ গুলোকে?
আর কতো? এ প্রাণে বোধ শক্তি জাগাও- হে
মানুষ!
যদি না পার! কি হবে এ প্রাণের উপায়?
হেলায় খেলায় হয়েছে অনেক বেলা
ফুরিয়েছে দিন
ওগো ,যে স্রষ্টা বানিছে তোমায় শ্রেষ্ঠ
শোধ তার ঋণ।
তবে কি সত্যি এ প্রাণে পশুত্ত্ব ভর
করে ছুটেছে ?
কর্মে কিছু তো আছেই প্রাণে প্রাণে আজ
ফুটেছে!
হে শ্রেষ্ঠ, হে মানুষ , তোমার চরিত্রে
তা কি সমীচীন?
বলাই বাহুল্য প্রাণটা পশু বা অন্যকোন
প্রাণীর নয়, কিন্তু বোধেরও নয়
তবু মানুষ পরিচয়ে মানুষ! আসলে কি
মানুষ?
-----------------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment