Monday, March 25, 2019

খুব পেতে ইচ্ছে করে





-----মোঃ আমিনুল এহছান মোল্লা
হে তোমাকেই বলছি
আমি আছি অভুক্ত চিত্ত পূরণে
তোমার স্পর্শ্ মনি দহনে,
শৈল্পিক মিলনে
একান্ত গোপনে, একান্ত গোপনে
খুব পেতে ইচ্ছে করে তোমায়
পাব কি আমি ?

হঠাৎ কখনো যদি উতাল পাগল হও
ফুলের ডানা মেলে থেকো
আমি তোমারই হব, তুমি দেখ!
চুপি চুপি নদীর জলে ,নদীর জলে…
উতাল তরঙ্গে খুঁজে নিও
আমি তোমার পুলক তরী ।

কখনো যদি  পরশ মনে চায়
জানালাটা খুলে দিও
গভীর অমনানিশায়
আলিঙ্গনের উত্তাল মহনায়
খুব পেতে ইচ্ছে করে তোমায়
ফুলের উপরান্তে বীর্য্ ছড়ায়

কখনো যদি উত্তেজিত মনে হয়
গায়ের অবয়ব ছুঁড়ে দিও
যৌবন সুবাসে তুমি দেখে নিও
আমিও
তোমারই স্পর্শ্ আশায়
গভীর রাতের নির্জ্নতায় ।
বারে বারে যাব বিঁধায়
তোমারই শিহরন বোঁটায় ।

তুমি আমার অনেক গভীরে
পুলক কাঠির স্পর্শ্ নীড়ে
কোন ঝড়ই পারবেনা,
সুখ মিলনে ভাঙ্গল ধরে
আমাদের ছিন্ন করে।

মনে পড়ে তুমি কেমন হয়ে
মিটি মিটি হেসে  লাজুক চেয়ে
ভাসিয়ে দিতে তপ্ত জলে
প্রেম তরীর পুলক কাঠি !!
এখনো সেই স্মৃতি কামুক মনে
খুব পেতে ইচ্ছে করে তোমায় ।
----------------, রাওনাট, কাপাসিয়া গাজীপুর ।

***************


No comments:

Post a Comment