-----মোঃ
আমিনুল এহছান মোল্লা
স্বপ্ন পথের
যাত্রা পথিক
উড়া ঐ বিজয়
নিশান ।
২০৪১ এর স্বপ্ন যে আজ
মুক্তির পথে নজোয়ান ।
ভাঙ্গরে বলয়
চালা তরী
জুড়ছে তোর
স্বপ্ন যান !
আজকের মাঝি
চড়ছে ভেলা ,
করবি কি আর হেলা ফেলা ?
করবি কি আর হেলা ফেলা ?
চারদিকে আজ
আগাম মেলা ,
২০৪১ ঐ ভাসিয়ে
ভেলা..
জাগবি কি
প্রভাত বেলা ?
ডাক শুনে
ঐ যারে খেলা ।
ভ্রান্ত ছুঁড়ে
চলরে সম্মুখ
মায়ের বুকে
দেরে সুখ
২০৪১ ঐ, নাইরে
সময়
বেরিয়ে তোরা
আয়রে আয়
সেই আশায়
থাকরে সবে
২০৪১ ঐ আসবে
কবে ?
রাত পোহালে
প্রভাত হবে
দুঃখ কস্ট
সবই যাবে ।
জয়ের তীর
পৌঁছে যাবি
উজার করে
দেরে সবি ।
স্বপ্ন মাঝির
ডাক শুনে ঐ
২০৪১ এর চালা
নৌ ।
কেউ যদি ঐ আঘাত হানে
নেরে তোরা
ওদের চিনে
২০৪১ এর স্বপ্ন
বুঁনে
চলরে তোরা
সম্মুখ রণে ।
---------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*******************
No comments:
Post a Comment