-----------মোঃ আমিনুল এহছান মোল্লা
ফুলকেও
ভালবাসি, ফুলের সুবাসকেও ভালবাসি
ভালবাসি
দিবসের উজ্জল সূর্য্ হাসি
তুচ্ছ
ভাবিনা নিশির পূর্ণি শশী ।
আমি
দেখি সুনিল আকাশে
বেণীর
বাঁধন খুলে যৌবনা তারা,
সংগোপনে
অপরূপা সুহাসীনি
নিস্তব্ধ
সন্ধ্যায় অধীর সমীরে
পুলকিত
জাগ্রত প্রেমিকার মতো
স্পর্শ্
পৃথিবীর বীর্য্ সাগরে পুঞ্জীভূত ফুটন্ত লাভা !
নির্ম্ল
নির্দেশে মিলনের স্পষ্ট গতি
চিরন্তন
সূর্যালোকের মত ।
নয়নাভিরাম আঁখিপুটে শিশির-অশ্রু ঝরে
তৃপ্তির নয়নসলিলে
,মিলনমধুর লাজে
নীলাভ
প্রেমের অসীম ভাবনায়
প্রণয়ের
আবাহনে পুষ্প সুবাস দহনে ।
অন্তর্নিহিত
উত্তাপের জ্বালা, মরু বক্ষের বিষ্ময় !
অনেক মুহূর্ত শিউলি শিশির পাখি
ধূসর ডানার অগ্নি ছেড়ে
প্রাণাকাশে বচনাতীত উদগ্র
কামনায়
উদ্বেলিত বুকে চরণধ্বনি বাজে অনাগত প্রিয়ার ।
------------------, রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।
*********************
No comments:
Post a Comment