-----মোঃ
আমিনুল এহছান মোল্লা, রাওনাট
পারিনা,
তোমার মত পারিনা
স্পর্শ্
বিন্যাসে পুলকের গহিনে
উত্তাল
তরঙ্গে যৌন তরী ভাসাতে
প্রেমের
উপখ্যানে ঠোঁটের উষ্ণতায়
পারিনা,
তোমার মত পারিনা
তৃষ্ণার্ত্
হৃদয়ে টসটস বুকে
প্রণয়ের
আহবানে, সুখের মিলনে
পারিনা,
তোমার মত পারিনা
চুপিসারে
জড়িয়ে চুমুর অভিসারে
একান্ত
মিলনে বিনিদ্র রজণী ।
পারিনা,
তোমার মত পারিনা
কামনা
জালে অকীর্ণ্ করি
দিগন্ত
প্লাবিত তৃপ্ত শিহরি ।
পরিপূর্ণ্
স্বাদে বিচূর্ণ্ করি
উত্তাল
জলে যৌবন তরী ।
পারিনা,
তোমার মত পারিনা
আলিঙ্গনে
পরাস্ত করি
তবু,
ভালবাসি মিলন জলের
উষ্ণ
স্নানে একে অপর ধরি ।
----------------, কাপাসিয়া, গাজীপুর ।
****************
No comments:
Post a Comment