--------মোঃ
আমিনুল এহছান মোল্লা
হঠাৎ স্মৃতির পরশনে ধূসর প্রতিচ্ছবি
অন্তঃহীন
স্বাদে আঁকা বাঁকা পথে
প্রেমের সমীরণে
নিষ্ঠুর বিদ্রূপে গভীর রজনী
পরিপূর্ণ
অবিশ্বাসে প্রেমিকের সাথে।
বদলানো পৃথিবীর
হেমন্ত শীতলে
আচমকা তপ্ত
তুমি !
অন্তিম বিশ্বাসে
যত বলি নয়নের জলে
চৌচির করেছো
প্রেম ভূমি।
যতবারই গিয়েছি
;ঠকেছি প্রতি পদে
সকালে বিকালে
প্রেমের মিছিলে
মিথ্যে অহংকারে
তুচ্ছ করেছো তুমি
প্রেম-পিপাসার
তৃষ্ণা ভুলে ।
বাহ্যিক অর্থ্
লোভে উড়েছো দুর দিগন্তে
উগ্র দিবালোকে
পথ হারিয়ে
প্রাণের শিকড়ে
নেওনি কভূ প্রেমিকের মত
সঙ্গ দিয়েছো
প্রেমিকার অভিনয়ে।
বিদ্রূপে
বিদ্ধ করেছ বারংবার
সত্য প্রেমকে
অপমান করেছো অনেক মুহূর্ত
অগ্নি দহের
রক্তিম বিন্যাসে ।
অনন্ত নক্ষত্রলোকে
ভেবেছো তুমি
অপরূপা সুহাসীনি
এ ধূলির ধরণীতে
হয়তো ঠিক;
অর্থহীন প্রেমের
উপখ্যানে-অপরাজিতা তুমি !
----------, রাওনাট, কাপাসিয়া , গাজীপুর ।
*****************
No comments:
Post a Comment