-----মোঃ
আমিনুল এহছান মোল্লা
অশনি
সংকেত ডাকছে আজকে স্বয়ম্বরায়,
সবক্ষেত্রে
বাড়াবাড়ি দেখছি লাল সবুজ বাংলায় ।
আজ আমি
খুঁজি মুক্তির পন্তা,যদিও স্বাধীন ;
দিকে
দিকে দাউ দাউ বিষা্ক্ত আগুন, আর আগুন !
পরাধীনতার
শৃঙ্খলে আজও আবদ্ধ এ মর্তলোক,
উঁচু
শ্রেনী নীচু শ্রেনীর বৈষম্য রাঙ্গানো চোখ ।
আজও
দেখি কেবলি এখানে ধর্মীয় বিভেদ,
মানব
চেতনায় লেলিহান শিখার নির্ম্ম আবেগ !
কখনও
জাগেনি ভুল, পবিত্র মনের কোণে,
তীব্র
লোভ লালসা দানা বেঁধেছে কুটিল বনে;
সেই
মীরজাফরের অশনি আত্মা আজো অধীর,
তাদের
মঞ্চে দেখেছি স্বাধীন বাংলার ধবংস শিবির;
ওরা
চায়নি ওরা আসেনি আত্মসমর্পণে,
পিতার
স্বপ্ন সেই ধুঁয়ে যাচ্ছে আজিকার দিনে!
ওরা
হিংস্র ধূর্তের মতো ঐক্যতান শক্তিবলে
অধিকার
ছিনে নেয় আজো, এই নিষ্ঠুর অত্যাচারী দলে ।
হে বাঙ্গালী,সতর্ক্
হও প্রাণকে রাখিও না ঋণে
রক্তে
পাওয়া অর্জিত স্বাধীনতা তোমার অমূল্য ধনে ।
মুক্তির
রণে বিপ্রবী মন উদ্ধোধনে;
আজই
তুমি গর্জে ওঠ মিছিলের অগ্রপানে ।
আজকে
কিন্তু তাদের বিরুদ্ধে তুলবে হবে প্লাবন
এই হল
সময় ধর তুমি হাল কর তাদের পতন ।
শোসিত
বঞ্চিত জনতার মন কর অনুধাবন ।
আজই
তুমি গর্জে ওঠ মিছিলের অগ্রপানে ।
ঘুষখোর
চাঁদাবাজি অত্যাচারী শাসক সংশোধনে ।
আমি
কলম ধরেছি আমি সম্মুখ রণে আমি তোমাকে চাই
স্বপ্নের
বাংলা গড়নে মহামরণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই।
------------------, রাওনাট, কাপাসিয়া , গাজীপুর ।
********************
No comments:
Post a Comment