-----------------মোঃ
আমিনুল এহছান মোল্লা
আঁধার
প্রহর পেরিয়ে পেলে বিবিএস আলো নীড়
গর্জে
ওঠা তারই সেনা বিবিএস কেবলস বীর ।
কয়েক
ফলা দীর্ঘতম সূর্যকিরণ আলো
বিবিএস
কেবলস করে দুর আছে যত কালো ।
জাগিয়ে
তুলে হলুদ নীল কমলা রঙের বলয়
বেজাল
টেজাল নকল রোধে তুলে ঘূর্ণি প্রলয় ।
ঘুড়িয়ে
মুড়িয়ে হারিয়ে যত রক্তনদীর মতো
বিবিএস
কেবলস উতাল স্রোতে গুনে মানে তত !
ঐ দেখ
ঐ কেবলস বাগান জেগেছে ফুলে ফুলে !
চৌদিকে
সেই সুবাস পেয়ে মৌয়েরা ডানা মেলে ।
তোমরা
ডিলার মুগ্ধ হৃদে গেঁথেছো গীতহার
দিয়েছো
পৌঁছে ধারে ধারে মালির উপহার ।
গেয়েছো
সদা মৌয়ের কানে নয়তো কেবলস হেলা
বিবিএস
কেবলস বিপণনে খেলেছো নিপুন খেলা ।
নিছিদ্র
নিরাপ্তায় অমীত স্বপ্নের আলোক সন্ধানী,
বিবিএস
কেবলস মুছে দেয় ব্যর্থতার সব গ্লানি ।
র্নিবিগ্নে
আলো ঝল্কায় ,অন্য এক সূর্যের শপথে।
সেসব
আলোহীনা নীড় আজ চির মুক্তির পথে!
----------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************
No comments:
Post a Comment