-------------মোঃ
আমিনুল এহছান মোল্লা
হৃদপিন্ডে
ধুকু ধুকু নিকোটিনের ওঠে ডাক,
শিরা
উপশিরায় গর্জে ওঠে যবনিকার ঘূর্ণিপাক
তারপরেও
আগামীর আলো নেশার উৎসবে
যুবকের
চেতনা ফিরেনা বুজে শুভ্র আলোর স্তবে ।
ইয়াবার
থাবা কেড়ে নেয়, ভেঙ্গে দেয় সকল
যেন
স্পন্দনহীনা জীবন্ত লাশের চিতাময় অঞ্চল !
নত শিরের
কলঙ্কের দাগ বহন করতে হয়,
যৌবনের
উৎসব হারিয়ে অগ্নি দহনের ভয়!
স্বপ্রগুলিকে
দুমরে মুচড়ে অকালে হরণ করে,
দীপ্ত
যুবক আজ পিছনপানে সরে;
অনুচরের মতো
দুষ্ট
চক্রে ইয়াবা ফেনসিডিল গাঁজার নিত্য-অনুগত ।
নাটের
গুরুর স্পর্শ্ প্রেমে যুবক আজ মরন ফাঁদে
নেশার
বোঝা বাড়িয়ে দিয়ে স্বাধীন জাতি কাঁদে ।
মাদক
আজ তীব্র বেগে যৌবন শক্তির সর্ব্নাশে
এখন,
এইতো সময়-
খুলে
দাও বিদ্রোহের জানালা, খুলে দাও বদ্ধ দুয়ার
কোথায়?
বেরিয়ে এসো, শিকারীরা আজ দুরন্ত দূর্বার!
যৌবনের
চৌদিকে ওঁত পেতে হিংস্র হায়েনেরা মত
তোমাদের
ধবংস করতে চায় – হে যুবক ।
হে বিপ্লবী
বীর, তোমরা গড়ে তুল অবাক অভ্যদয়!
ওরা নেশা ছড়িয়ে দিয়েছে সারা বাংলায়
তোমরা
গর্জে ওঠ, করে দাও দিশেহারা
তোমরা
পারবে তোমরা উদ্দাম ভয়হারা ।
আমরা
যে বারে বারে
তোমাদের
নিয়ে স্বপ্ন দেখি এদেশের দ্বারে দ্বারে
তোমরা
ছুটবে অগ্রপানে ভয়ঙ্কর মরন নেশা ছেড়ে ।
--------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*********************
No comments:
Post a Comment