--------মোঃ
আমিনুল এহছান মোল্লা
***************
আমি
যদি হতাম সূর্য্;
আলো
হতে যদি তুমি;
ছড়িয়ে
দিলাম প্রেমের কিরণ ব্যাকুল জলের তীর
যুগল
প্রাণের কাছে
সংগোপনে
দু’কূলের নাচে ।
পরম
সুখের নীড়;
প্রেম
ধরণীর উদিত সূর্যের প্রভাতে
পুলক
শাখার অগ্রপানে আলো উঠতে দেখে
কামনার
নিম্মভূমি তপ্ত লাভা ছেড়ে
উতাল
স্রোতে নদীর বুকে দাড় বেয়ে যেতাম-
উঁচু
টিলে কান পেতে, শুনতে পেতাম গহিনের সুখ স্পন্দন-
কাম্য
তটে হিমেল সোনালি শিশির বিন্দুর মতো অজস্র স্বপ্নেরা,
সূর্য্
আলোর প্রখর কল্পিত নীড়ে-
নদ -নদীর
মতো
মোহনার
ফাঁদ ।
কল কল
জলের শব্দ !
সন্ধির
অপূর্ব্ গতিস্রোত,
সূর্য্
আলো মিলনে চাঁদের উল্লাস,
তৃপ্তির
কণ্ঠে গেয়ে ওঠে সৌর্যের গান!
এই স্বপ্নেরা
এমনি আসে বহুবার!
উতালের
কামনায়;
সূর্য্
আলোর তীব্রতায়।
শিহরণ
শাখে শাখে এই টুকরো টুকরো যুদ্ধ আসুক ফিরে
প্রেমের
উদ্যানে বিজয়েরে বেশে দুই মেরুর মিলন দ্বারে ।
আমি
যদি হতাম সূর্য্;
আলো
হতে যদি তুমি;
ছড়িয়ে
দিলাম প্রেমের কিরণ ব্যাকুল জলের তীর ।
--------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment