Sunday, March 24, 2019

তোমার পথপানে চেয়ে থাকাতেই আনন্দ




----------মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার পথপানে চেয়ে থাকাতেই আনন্দ ।
ঝরে যাক শিউলি ফুল,আসুক হিমেল হেমন্ত।।

কে এই মন মন্দিরে আসে যায় খবর নিয়ে,
চেয়ে থাকি আপন মনে- লেখি কবিতার ছন্দ !!
সারাবেলা আঁখি মেলে তোমার পথ চেয়ে একা,
শুভখন হঠাৎ এলে যদি পাই দেখা ।
উতাল হৃদে একে যাই কত কল্প আপন-মনে,
যদি খুঁজে পাই কবিতার ছন্দে তোমার সুগন্ধ ।।

তোমার পথপানে চেয়ে থাকাতেই আনন্দ ।
ঝরে যাক শিউলি ফুল,আসুক হিমেল হেমন্ত।।
তোমার পথপানে চেয়ে থাকাতেই আনন্দ ।
         ---------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**************

No comments:

Post a Comment