--------মোঃ
আমিনুল এহছান মোল্লা
উঁচু
কর্তা যারা মিথ্যে ছলে নাম কেনে,
ঘুষ
খায় চুরি করে আরো কত গোপনে—
বৈষম্যে
রাখে জাতির ভেলা,নিচু পিষে যত ছলে
কিম্বা
উল্লাসে দেয় ব্যাথা, কিম্বা অন্যে কোন কৌশলে;
নিচুর
অধিকার বঞ্চিত করে, ন্যায্য দেয়না কোনমতেই;
কানা
বধির অন্ধ চোখে কিম্বা ঘুষের গল্পেতেই-
যায়
দিয়ে মিথ্যে আশ্বাস, ভোগীর কান্না শুনবে কে
?
অবাক
হই থমকে যাই সেই চেয়ারের গুন দেখে!
শাসকের
বিচারহীনা তরবারি, উঁচু সাহেবের মিথ্যাচার
দুঃখীর
কান্না কি শুনবে উঁচু স্তরের ক্ষমতাধর !
হবে
না কাজ যখন প্রয়োজন, রাখবে কেবল ঘুষ পুষে,
করবে
যখন ঘুষ পাবে- নিষ্ঠুর কর্তা রাক্ষুসে!
নাইকো
সম্মান নাইকো বিচার প্রভাত কিম্বা সাঁঝবেলা
চোরের
গলায় বজ্র ধ্বনি- সে যে আজ পোক্ত পোলা ।
শিক্ষা
ভূমি অলি গলি- ঘুষ জোয়ারে অগ্নি বান,
জাতির
বিবেক বিজ্ঞ শ্রেণী ,ঐ দেখ আজ বধির কান।
সে কি
তার দম্ভ গলা !বাপের টাকায় চাকুরী লই!
অর্থ্
লোভে গরীব দহে, ঘুষ ছাড়া তোর কাজটি নেই!
ঘুষ দাও সালামি দাও, মিষ্টি খাওয়াও প্রতিবার
আমি
নিব উপরে দিব মিটবে তবে কাজটি তোর ।
গরীব
দুঃখী ভোক্ত ভোগী নিরব কষ্ট নিত্য লয়ে,
হয়না
তবু কাজটি তার প্রতি পদে হাঁক দিয়ে
উঁচু
চেয়ারের কর্তা লোকে ক্ষমতা বলে ডাক ছুড়ে-
ঘুষ
দিলে ধন্য হবি, না দিলে তোর মূল্য নাইরে ।
-----------------, রাওনাট , কাপাসিয়া,গাজীপুর ।
*******************
No comments:
Post a Comment