-----মোঃ
আমিনুল এহছান মোল্লা
গেল
গেল ভাই, শান্তিটা ছেড়ে
যত ঘটনা
রটনা,চারিদিকে উড়ে!
নাস্তিক
আস্তিক খেলা শুরু হল ওদের
কেউ
দেখল না আপন আমল ধর্মের;
রাস্তায়
রাস্তায় প্রতিবাদ মূখর হল সকলে,
পার্থ্ক্য
পেলাম না কোন আসল নকলে,
শুধু
দেখি উত্তাল মিছিল ধর মার শব্দ
অস্থির
বুলি সাম্প্রদায়িক উগ্রবাদের যুদ্ধ ।
মুক্তি
কাঁদুনে গ্যাসে কাঁদে,গণতন্ত্র ছল ছল
আপন
স্বার্থে বলে, প্রতিবাদী তোরা চল চল।
ঐ বুঝি
শাসকেরা সব একাকী খেল,
ভয় নেই,শান্তির
নামে ঐ পাল উড়ল
একি
দেখি ক্ষমতার লোভে এরা তৈরী,
শান্তি
নামে গড়ে তুলে সাম্প্রদায়িক বৈরী!
তরুণ
যত অন্ধ ছেলে, যেন অবুঝ বাচ্চা!
না বুঝেই
ওদের ডাকে, দিচ্ছে শান্তির গচ্ছা;
বিপদগামী
হয় বিদ্রোহী হয় জাতির শত্রু হয়
মৃত্যু
হয় আর অবশেষে ঘৃণিত হয় ।
রঞ্জিত
গায়ে নিথর দেহে বীরত্ব কি যে এর
হে জ্ঞানী
হে শান্তি প্রিয় আজই বুঝাও এদের।
জেনে
রেখ,শান্তির নামে অশান্ত বীর এরা বঙ্গে
যুদ্ধ
করছে লাল সবুজে মানবতার সঙ্গে;
ভ্রান্ত
মন্ত্রে ওরা চালায় ছুরি মেশিনগান,
”স্বর্গ্
জয়ী” বিশ্বাসে বিসর্জ্ন দেয় প্রাণ!
প্রভূ
প্রিয় মানবতা করে যায় তারা খুন;
সাবধান!সাবধান!ওরা
খেয়েছে শয়তানের নুন ।
এটা
কোন নিছক খেলা নয়,অগ্নির সঙ্গে খেলা,
রক্তে
রাঙানো মানবতা ধবংসে লাশের মেলা;
এমন
নিষ্ঠুর খেলা বন্ধ কর চটপট
অজ্ঞদের
ভ্রান্ত মন্ত্রে তরুণ আজ ছটফট;
ওরা
ধেয়ে আসছে স্বর্গ্ নামে জাতিকে ঠকাতে ।
হে জাতি
তোমরা হেরে যেওনা এ খেলাতে ।
--------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**************
No comments:
Post a Comment