-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
প্রেমের জানালা খুলে তাকালেই বুঝবে
আমাকে ।
কবিতা নামক শব্দটি দেখলেই কেন চমকে
উঠি!
কবিতায় যে তুমি , শিহরিত প্রেমিকার মহাকাব্য
সুখ-বিরহের ব্যকরণ, অসংখ্য স্পর্শের
সীমাহীন আলিঙ্গন
সুখ-বিভোর প্রণয়ের পুস্পিত বিজ্ঞান ।
ধরনি সভ্যতার,শুভ্রতার মৌল উপাদান,
হে প্রেম , কবিতাকে চিনতেই হবে
হে প্রেমিকা তুমি যে কবিতার চরণে চরণে
এক নির্ভয় উচ্চারণ- আমি তোমাকে
ভালবাসি ।
ওগো কবিতায় খুঁজি- আমার -তুমিকে !
ওগো কবিতায় দেখি- আমার প্রেমিকাকে,
আমার প্রেয়সীকে।
কবিতাকে না চেনা মানে
প্রেমিক আর প্রেমিকার বিরহের উপমা সেই
এক অপূর্ব্ প্রণয়ের বিজয়কে না চেনা ।
কবিতাকে না চেনা মানে
শোষিত, বঞ্চিত, মানুষের অধিকারকে না
চেনা
প্রেমিক প্রেমিকার সুখ বিরহের কাব্যকে
না চেনা।
কবিতাকে না চেনা মানে
এবারের সংগ্রাম- মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম-
বজ্রকন্ঠের সেই অমর উচ্চারনকে না চেনা
আমাকে চেনো না- হে প্রেমিক, প্রেমিকা?
আমি তোমাদের রক্তে লেখা কবিতা-
লাল-সবুজের অমর প্রেম
মুক্তি সংগ্রামের বাংলাদেশ ।
----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment