Wednesday, March 13, 2019

মহারতিরা আজ নির্বাক!




                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
চরিত্র মনে রেখো প্রাচ্যুর্য্ তোমার –আমার ।

সভ্যতার আলিঙ্গনকে মুকুট বলে জেনেছি মানুষের, কেবল মানুষের
মানুষ্যত্ব নিধন চলেছে কারণে অকারণে
মানুষের প্রাচ্যুর্যে ঢুকে দেখেছি অধঃপতন বারবার কতোবার।

তুমি কি দেখেছো? নারীদের ছেলে হতে,ছেলেদের নারী?
আজ চল বাংলার অলি গলি- চরিত্রের বুকে কি আগুন!
সারা অঙ্গে তাকালে দেখি গর্জে উঠে গুপ্ত ভুমি
বৃক্ষের কান্ড শাখা প্রশাখা নগ্ন ফুলে ফুলে ভরপুর!
মৌ মাছিরা ঝাঁপটে আছে অবৈধ আলিঙ্গনে…
চরিত্রের মহারতিরা আজ নির্বাক!

অবৈধ সঙ্গমে কম্পিত নৈতিক চরিত্রের আকাশ বাতাস..
এ কেমন ভালবাসা- এ কেমন প্রেম !
মুহূর্তেই লাজহীন নৃত্যে আধুনা সভ্যতা
চরিত্রের বুকে আজ এক দীর্ঘশ্বাস!

অসভ্যে অসভ্যে চরিত্রেরা আজ তন্দ্রাতুর কপালের
এক কলঙ্কের তিলক!
মধ্য ভাগ খোলা, অবয়ব দোলে নৃত্যে নৃত্যে
এরা কি সভ্য চরিত্রের রাজ-রাণী ?
হেরে যাচ্ছে মানুষের প্রাচ্যুর্যের চরিত্র !
মনে আছে, মনে রেখো,
তুমি মানুষ, আমি মানুষ, বিধাতার প্রিয়- সবার শ্রেষ্ঠ সৃষ্টি ।
সভ্যতা গড়নের কালজয়ী ইতিহাস।

অসভ্যে অসভ্যে চরিত্রেরা আজ  তন্দ্রাতুর কপালের
এক কলঙ্কের তিলক!
চরিত্রের মহারতিরা আজ নির্বাক!


--------------------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment