Wednesday, March 13, 2019

একটু লক্ষ্য করুন




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একটু লক্ষ্য করুন- হে অভিবাবক,
মেয়েটা ধীরে ধীরে শৈশব পেরিয়ে কৈশোরের নব অঙ্গনে..
ভিতর বাহ্যিক যৌবনের চিহ্নগুলো উঁকি মেরে ওঠছে.
দুরপন্তনা শাখা-প্রশাখাগুলো কল্পলোকে আপনের মতো
এক রঙিন পাখায় উড়ে যাচ্ছে অজানা অচেনা পথে!
কিন্তু জানে না পথ যে বন্ধুর, পথ যে বিধি নিষেধের আবর্তে
কে চেনাবে তাকে এ বয়ঃসন্ধির আঁকা বাঁকা পথ!
কে অভয় দিবে? কে লজ্জা ভাঙ্গাবে? কে শিখাবে এ প্রকৃতির বিধান!
হে অভিবাবক,
তোমরা কি মেয়েটিকে বলেছো? সে যে আগামীর মা !
একটু ভুল হয়তো এ সম্ভবনাগুলোকে কেড়ে নিতে পারে.
বয়ঃসন্ধিরা স্বপ্নে বিভোর অথচ কিছুই জানে না কি করণীয় !

একটু লক্ষ্য করুন- হে অভিবাবক,
ওদের পরিবর্ত্ন গুলো কি? কি করা উচিৎ? কি না করা উচিৎ
হে আজকের মা, আগামীর মা’কে বলে দাও তোমরা কি করেছিলে
চতুর্দিকে গোড়ামির ডালা পালা ঝেকে বসেছে
খেলছে সবাই বেসুর-বেতাল-মাতাল.
এ যে আত্নঘাতী মরণ ব্যাধি !

জেনে রেখো, বয়ঃসন্ধিকাল এক উম্মাদ লাগাহীন ঘোড়া
আদর, সোহাগ, শাসনে আগলে রেখো তোমার অধীনে।
কুসংস্কার আগামীর স্বপ্নগুলোকে অকালে ঝরে দিবে
সময় চলে যাচ্ছে, দ্রুতই চলে যাচ্ছে..
আর খেল না অন্ধ চোখে এ নষ্ট খেলা..

একটু লক্ষ্য করুন- হে অভিবাবক,
সময় থাকে না সময়তো যাবেই
তোমার ভুলে সে পথ হারাবেই।
একটু লক্ষ করুন, পাশে গিয়ে বলুন
হে বয়ঃসন্ধি, ভয় নেই, তোমার ভয় নেই !
তুমি  এক অগ্নি লাভা আগামী  সূর্যের উদয়!
------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment