-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আজ এক বেদনার দিন-
ভালবাসার স্মৃতিগুলো বুঝি ফের নেমে এলো
মানুষে মানুষে
কি এক হারানো ব্যাথায় ভারাক্রান্ত এ
প্রাণ !
আচমকা বিজলী সব কেড়ে নিল এ প্রেমের
মহারতি,
অথচ কিছুকাল আগেও হাস্যজ্জ্বল ছিল দেহ
প্রাণ
আমাদের মাঝেই ছিল- চির তরুণ এক সেনাপতি
.
আজ এক বেদনার দিন-
কি এক বার্তা শুনে প্রাণে প্রাণে নেমে
এলো শোকের অনিমেষ প্রবাহ!
এ কি প্রেমের পরাজয়? নাকি বিধাতার
কোন বৈরী আচরণ!
না, এ যে এক নিয়তির বিধান।
কোন এক মুহূর্তে আচমকা দুঃসংবাদটি এল!
প্রিয়জন আর নেই- প্রচন্ড ঝড়ের বেগের
মতো উড়ে গেল..
না ফেরার নিখিলে।
কোন অপেক্ষা সে করেনি; এই প্রেমের
চিঠি কখনো কি
আর লেখা হবে না?
প্রেমের কন্ঠ আজ নির্বাক, শোকাহত এক
বেদনার মঞ্চে!
আজ এক বেদনার দিন-
তবু রেখে দিলাম এ প্রেমের চিঠি স্মৃতি
পটের অমর ফ্রেমে !
তুমি আছো, তুমি থাকবে- হে প্রিয় ওপার
যাত্রী ।
এ ক্ষণিক প্রাণ আকাশে অকস্মাৎ মেঘ জমে
এল.
পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, গগণের
রবিটা আর নেই !
কিন্তু তুমি আছো, তুমি আছো ওপার
নিখিলে..
হে প্রিয় ভাল থেকো, অনেক ভাল থেকো.
আজ এক বেদনার দিন-
বাহ্যিক আয়না হতো পাবে না তোমার অবয়ব
ভিতর আয়নাতে তুমি আছো ,তুমি চির সরব!
এখনো হৃদয়ে বৃষ্টি; চোখে চোখে জল
প্রপাত-
---------------------------------------------
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment