-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে প্রাণ তুমি জগৎ
পানে যাচ্ছো কোথায় বল ?
ভেবেছো কভূ আপনার
মাঝে আপনারই নিস্ফল !
ওহে তুমি ভুলে গেছো
তারে জগতের ভাঁজে ভাঁজে
বলেছিলে তুমি হবে নত শির ওই বিধাতার অধিরাজে
দাও ওগো প্রভূ হেন
শুভমতি মানবের প্রাণে প্রাণে
অশুভ যেন না পারে
ভীড়ে এই পৃথিবীর পথ পানে
তুমি ক্ষণিকের, তুমি
মুসাফির, তুমি আল্লাহ গোলাম;
হারবেনা তুমি হারশের
ডাকে খুলো যদি তাঁর খাম,
মুক্তি কেবল মুমিনের
লাগি অনন্তের পথ ধরি;
চল হে চল জগতের প্রাণ
ওয়াদা পালন করি।
ওহে প্রাণ তুমি জগৎ
পানে যাচ্ছো কোথায় বল ?
ভেবেছো কভূ আপনার
মাঝে আপনারই নিস্ফল !
-------------------------------------16-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment