-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
গোলাপকে খুঁজো না বৃথা বন জঙ্গলের
শাখে শাখে
সেতো ফুটে প্রেমিকার নয়নোভিরাম কোন
জানালার পাশে
কোন ডাসবিনের নর্দমাতো সে নয়,
তাকে খুঁজো না বিদ্রোহীদের দেশে-
ঘাতকের কাফেলাতে, মধ্যরাতে
আমবস্যার অন্ধকারে, ছদ্মবেশীদের
দরবারে…
গোলাপকে খুঁজো না বৃথা জলহীন মরু
প্রান্তরে,
সেতো প্রেমিক-প্রেমিকার যুগল উপহারে
সদ্য জাগা এক
ভালবাসার প্রতীক, ঐক্যের ইস্পাত কঠিন
প্রেম
কোন কলঙ্কের চিহ্ন যেখানে নিস্প্রাণ
মুক্তির কালজয়ী সুবাস কিংবা সৌরভের
অহংকার..
যে কিনা উম্মুক্ত গোলাপ !
গোলাপকে খুঁজো না বৃথা ছদ্মবেশী প্রেমিক
প্রেমিকার বাগানে.
সেতো বিদ্রোহীদের ডেকে ডেকে…
তোমার কাঙ্খিত গোলাপকে দিয়েছে হত্যা
করে, নিয়েছে চুরি করে
ভুল করেও যেও না সেই বাগানের ধারে..
যেখানে গড়েছে গোলাপের সমাধি।
দেখ, দেখ -লাল-সবুজের মানচিত্রে সেই
গোলাপটি আর নেই..
সিঁধ চোরেরা ঢুকে গেছে-হে মালি,
তোমরা পারবে তো সেই গোলাপকে আবার
ফোটাতে ?
জবা কে এনে বলবে নাতো হ্যাঁ বা না !
মুখ থুবড়ে পড়ে আছে সেই কতটি বছর….
বাগানের কলিগুলো মলিন হয়ে গেছে…
গোলাপকে খুঁজো না সেই বিদ্রোহীদের ঠিকানা
।
জানালার পাশে তোমাকে ফুটতে দেখেছি সেই
কবে!
আজ আর নেই, আজ আর নেই.
নেই মধ্যরাতে জোছনার পূর্ণিমাতে, নেই
দিবার সূর্যতে..
নেই লাল-সবুজের বন্ধনে ।
--------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment