Monday, March 25, 2019

নির্ভিক কবি




------------মোঃ আমিনুল এহছান মোল্লা

কবির দর্পণে ভেসে ওঠে সমাজের ছবি
করেনা কভূ নতজানু দর্শনের রবি ।
স্বপ্নের তটে আশা বুঁনে যায় নির্ভিক কবি
সাম্যের গানে বঞ্চিত গ্রহে আছে যত দাবী ।
গর্জে ওঠে  কলমের কালি বিচিত্র সংগ্রাম পথে
আপোষ নাহি করে অসুরের তরে মুক্তির ভ্রতে।
            ------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment