-----------মোঃ
আমিনুল এহছান মোল্লা
প্রেম
হেরে গেছে- আজ সে এক রূপ কথা,
তারপরও
বারবার ফিরে এসে কাঁদায় অযথা !
লোভী
মানুষের অবহেলা আর উপেক্ষায় হয়ে গেছে ক্ষয়;
প্রেম
আজ স্বার্থ্পর, পারেনা জাগাতে মানুষের হৃদয় !
জাগতিক
মোহে পবিত্র বন্ধন থেকে দু’চোখ ফিরিয়ে;
নিজকে
জাহির আর মিথ্যে অবয়বকে সব চেয়ে উচ্চে দিয়ে।
প্রেম
হেরে গেছে- আজ সে এক রূপ কথা,
বৈষম্যে
দ্বন্দে বারবার ফিরে এসে হিংসের প্রবণতা!
বাহ্যিক
লোভে একে একে হয়ে গেছে ক্ষয়!
প্রেম
আজ স্বার্থ্পর, মানুষ মানবতার জন্যে নয় !
আপন
স্বার্থে বেতিব্যস্ত আপন স্বার্থে চলেছে মানব;
যদিও
সে সৃষ্টির শ্রেষ্ঠ, বাহ্যিক কর্মে্ নেই লেশ মাত্র !
হারায়ে
পথ দুষ্ট চক্রে ,প্রেম আজ স্বার্থ্পর যত্র তত্র ।
-------------------------, রাওনাট, কাপাসিয়া গাজীপুর ।
******************
No comments:
Post a Comment