Sunday, March 24, 2019

ভ্রান্ত ছেলের পাষাণ ব্যাধি




           ---------মোঃ আমিনুল এহছান মোল্লা,
আর কতকাল থাকবি তোরা শিক্ষা ছাড়া মূর্খ্ দলে?
অজ্ঞতা আজ ভর করেছে ছা্ত্র ছাত্রীর জ্ঞান তলে।
স্বপ্নেরা মরছে আজ,কেউ দেখিস না উগ্র ত্রাস,
তরূণ তরুণী ধরছে নেশা, আশার পথে- একি নাশ !
পর্ন্গ্রাফি করছে নগ্ন, মায়ের বুকে ডুবছে জ্যোতি
স্বপ ঘেরা ঘাতক ফাঁদ, দেখবি কবে রা্জ্যপতি?

এপিঠ ওপিঠ হিংস দোষে নবীণ ভেলা ডুবছে নাকি?
দেখতে হবে জাগরে তোরা বিনাশ কিনা ওদের ফাঁকি !
এইতো সময় শিক্ষা তোদের দুষ্ট হারার মন্ত্র  শেখা,
দামাল ছেলে দামাল মেয়ে সেই সমরে হউক না দেখা !

আয় তোরা আয়রে সব খাতা কলম বই পড়ে
অজ্ঞ নিশান গুড়িয়ে দিব ভ্রান্ত জ্ঞানের ধবংস করে ।
কে বলেছে দূর্ব্ল তোরা ,শক্তি তোদের তরতাজা!
দূর করে দে  নেশার গ্লাণী, যারে করি জ্ঞানের পূজা ।
তোদের কষাই নাটের গুরু দেশ দ্রোহীদের যায়নি ক্ষুধা,
ভ্রান্ত ছেলের পাষাণ ব্যাধি মরণ ঘাতক নেশার সুধা ।
     -------------------- রাওনাট,কাপাসিয়া, গাজীপুর ।

*****************

No comments:

Post a Comment