-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
তুমি যেখানেই পালিয়ে বেড়াও সেখানেই
আমার ভালবাসা ।
তুমি যেখানেই আছো আমি সেখানেই
আমার স্মৃতি পটের প্রিয়া তুমি সবখানেই
অবহেলায় অবহেলায় জাগাও আমাকে;
তোমার রাঙা চক্ষু যেখানেই আমার চিঠি
সেখানেই
দুর দুর করে বিলাও আমার তুমিকে !
সম্মুখে এসে মেল ডানা, যৌবনের
প্রাচুর্য্য্ আর
টিলা ভেঙে জাগাও মাটিকে;
প্রেমের এক আলিঙ্গনে ডুবে থাকি, অথবা
হেরে যাই
তোমার চৌদিক ঘিরে শুধু আমি আর আমি!
তুমি যেখানেই পালিয়ে বেড়াও সেখানেই
ছুটে যাই.
তুমি যেখানেই রাত্রিকে আলিঙ্গন কর,
আমি সেখানেই চাঁদ হয়ে জাগি
অন্ধকারে নিজেকে হারাও যখন আমি পাশেই
থাকি
সেখানেই তরঙ্গ আমার খোঁজে নেয় মোহনার
কূল।
তুমি যেখানেই পালিয়ে বেড়াও সেখানেই
আমার যৌবন
তোমার সাগরের উত্তালে আমিই কেবল
পাঞ্জেরী
ত্যাজদীপ্ত হয়ে তরঙ্গের গর্জ্ন যখনই
থামাই !
ভালবেসে নিজেকে কাঁদাই, তোমাকে জিতাই।
তোমার তরী চড়ে বেড়াই এক দিগন্ত থেকে
আরেক দিগন্তে।
তুমি যেখানেই পালিয়ে বেড়াও সেখানেই
আমার প্রেম.
ঐ পথপানে আজো চেয়ে আছি, আছো বসে থাকি
সেই তোমারই আশায়, তুমি যেখানেই পালিয়ে
বেড়াও
আমার উদগ্রীব কামনাটা সেখানেই, অসীম
শুন্যতা এখানেই
শুধু তুমি নেই!
---------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment