-------মোঃ আমিনুল এহছান মোল্লা
সব সুবাসই যেন নারীর ফুলে
কোন সৌরভ নেই যেন নর কূলে !!
এই দেখ চারিদিকে কত মৌ
নারীর পাঁপড়ি ঘিরে যত হৈ চৈ
জল শূন্য বুকে নরের বুক চৈচির
নারীর সুবাসে নারীর সৌরভে
বাগানে বাগানে মৌয়ের যত শির
কত কলম কত কালি কত পাতা শেষ
নরের কবিতা হয়নি পঠন পরিশেষ
ঐ দেখ ফেইস বুক পাতায় কিংবা
যত্র তত্র !
নারীর সুবাসে দলে দলে
মৌরা ঝাঁকে ঝাঁকে
লাইক কমেন্টস দেখ কবিতার বাঁকে বাঁকে
নারী তুমি সুন্দরী অপরূপা প্রিয়সনী
কবিতার গড়নী ছন্দের রাণী
পিপাসু প্রেমিকের র্স্পশ ধরণী
নর যেন তপ্ত দহের চৌচির মরুভুমি
লাইক কমেন্টসে কোথাও নেই নর
ফেইস বুক পাতায় নর যেন প্রেম শুন্য ঘর ।
-------------,রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।
************
No comments:
Post a Comment