-------মোঃ আমিনুল এহছান
মোল্লা
তোমাকে!
শুধু তোমাকে ভেবে
কি যেন নেচে উঠে হৃদয় মন্দিরে
ঠিক অনেকটা সময়!
এক অদ্ভুদ প্রেমের অনুভূতিগুলো
আজো ছোঁয়ে যায় নতুন ভঙ্গিতে,
ঠিক যেন
ছুটে আসে,হৃদয়ের উপলব্ধিতে.
কল্পনার মহাবরণে ।
ঠিক অনেকটা সময় !
প্রাণের স্পন্দনে স্পন্দনে
খোঁজে দেখে, প্রেমের এক
মহাকাব্য..
তোমার গল্প , তোমার কবিতা।
অনুভূতির শিয়রে শিয়রে যাকে
দেখি
সে শুধু তুমি, সে শুধু
তুমি ।
ঠিক যেন ছুটে আসে,হৃদয়ের
উপলব্ধিতে
কল্পনার মহাবরণে
ঠিক অনেকটা সময় !
----------------------------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment