---------মোঃআমিনুল
এহছান মোল্লা
তোমরা
হবে অন্ধ পথের আলো
সবার
আগে বই হাতে
স্কুল
কলেজে চলো ।
তোমার
জ্ঞানে ওঠুক জেগে
শিক্ষা
সবার আগে
হও আলো বই পড়ে
থাকুক
আঁধার রেগে ।
তোমরা
নবীণ ছেলে মেয়ে
আলসে
নাহি থাক,
হওনি
আলো, তাই বলে কি
পড়বে
তোমরা নাক?
তোমরা
যদি না পড় বই
কেমনে
আলো হবে?
তোমার
জ্ঞানে উঠুক জ্বলে
মুক্তির
পথ তবে ।
-------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
***************
No comments:
Post a Comment