------মোঃ
আমিনুল এহছান মোল্লা
এখন নাকি
কলি কাল খোলা মেলার দিন,
যেখানে নগ্নতা
বেস্যামী ভন্ডামী নিদ্রাহীন,
সেখানে
কলি শুরু লাজহীন গায়ে পাওয়া
এখানে
ভ্রান্ত বার্তা উর্ধ্বমূখী হাওয়া,
যেখানে
সেখানে তরুণ তরুণী আজ অবাদে মিশে
কত রঙ
কত ঢংঙ কত বিচিত্র রূপে এসে
ঐতিত্য
ভুলে পথে বেড়িয়ে দামাল ছেলে মেয়ে
যৌবন
বসন্তে উম্মুক্ত উৎসবে কত গান গেয়ে
উত্তেজক
পাঁপড়ি খুলে পথে ঘাটে নোংরা ধুলোয়
উলঙ্গ
করে সরা শরীরটা এদিক সেদিক দোলায়।
কলি
কালের উম্মাদনায় ছেলে মেয়ে পথ ভ্রষ্ট
অতীত
আজ কলির ভয়ে বন্ধ ঘরে পীষ্ঠ ।
আদব
কায়দা নৈতিকতা পশুবৃত্তের তরে।
কলির
দোষে মুক্তির পথ ঘূর্ণি তুফান ঝড়ে!
দৃপ্ত যৌবন
স্বপ্ন তটে ধবংস পালে উড়ে ।
কলি কালের
উম্মদনায় আজ আর নেই ওরে!
অর্ধ্
কাপড় নগ্ন গায়ে রঙ্গ মঞ্চের শেষে
অগ্নি
তুফান ধবংস লীলা যুবা শক্তি গ্রাসে ।
এখন নাকি
কলি কাল মরছে হাজার লাখ
যুবা নাশে
একি খুললে- নগ্ন কলির পাখ !
---------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*****************
No comments:
Post a Comment