Tuesday, March 12, 2019

কলির মাঝেই একটা ফুল শুয়ে আছে



                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেখ দেখ ঐ দেখ জ্ঞানের কলিরা এসেছে
আগামীর ফুল হতে ।

এ কলিদের মাঝেই একটা বিজয় শুয়ে আছে
প্রতিযোগীতার ভঙ্গিতে ।
ওদের আমি কেমন করে যেতে বলি !
ওরা যে বাগানে আগামী ফুলের কলি ।
ওদেরকে  কোন সুযোগ দিবে না ?
হে জাতির কান্ডারী, তোমরা কি পারবে না?
কিছু কিছু পোকা মাকড় যে  ঘিরে আছে
ওদের এ কঁচি প্রাণ ! প্রাণের চৌকিতে !

এ জ্ঞানের মাঝেই একটা আগামী শুয়ে আছে
জ্ঞানের কলিরা ফুটতে এসেছে, জিততে এসেছে..
তাদের ভিতরেও একটা প্রতিযোগীতা আছে,
জয় আছে, পরাজয় আছে
ওরা জাগতে এসেছে- এ বাগানের কাছে -এ মালিদের কাছে।

কলিরা অসম্ভব সতেজ,জাগতে চায় ওরা..
এদিক ওদিক দেখে কচি মন তো বুঝে না
এ কলির মাঝেই একটা ফুল শুয়ে আছে ।
ওহে মালি, দাও না আদর করি, আগামীর পথ খোলি..

খাতা, কলম বই দাও জ্ঞান কলিদের হাতে
আর যেন না হেরে যায়,কোন অশুভ চক্রান্তে.
ওরা যাচ্ছে,হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে
কেউ তা বোঝে না ।

ওগো, এ কলির মাঝেই একটা ফুল শুয়ে আছে ।
-------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment