Tuesday, March 12, 2019

যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা




                                                         -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?
ক্ষণিক প্রাণের সেই স্পন্দনে স্পন্দনে
জেগে আছে চির মুক্তির এক আলো..
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মুদর রাসুলুল্লাহ (সাঃ)

যেন এক শান্তির নাম,আল -কোরআন, আল-কোরআন
মুহূর্তেই জেগে ওঠে
প্রভূর বিধান- দ্বিন ইসলাম, দ্বিন ইসলাম
যে কিনা ইহ-পর জিন্দেগীর একক সুষমা !
এক হাতে কোরআন, আরেক হাতে হাদিস
তোমার মুক্তিতে নবীজির এ জিন্দেগী..
গোলাম ও গোলামের প্রাণ
ওগো মুমিনের প্রাণ ! তুমি যে নতশির রক্তবিন্দু!
এক আল্লাহর দিকে যতক্ষণ দেহে আছে প্রাণ !

প্রাণে ও কর্মে বল,
মুমিন হয়ে ওঠ হে প্রাণ, বিশ্বাসী হয়ে ওঠ..
প্রাণে গেঁথে দাও ইসলামের প্রেম
যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?

যে শয়তান বলেছে তোমাকে, ভালবাসি-
তুমিই বল
এ প্রাণে কি বাতিলের প্রেম মানায়?
না, না তুমি যে বিশ্বাসী, তুমি  যে মুমিন
তুমি যে এক আল্লাহর গোলাম - হে প্রাণ !
পুরণ কর সেই অঙ্গিকার…
সত্য ও ন্যায় পথে-  এই প্রাণ খুলে ।

যে প্রাণ ছোঁয়েছে নবীজির কালিমা
সে প্রাণ কি কোন পাপ করতে পারে ?
----------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment