-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আমি দেখলুম, আকাশে অনেক তারা
চৌদিক অন্ধকার, আলো নেই
কিংবা আছে,অনেক দুরে নিশ্চয়
তবু অযথা মুক্তির সন্ধানে অংক কষি..
আমি দেখলুম, অনেক ফুটন্ত গোলাপ
ঢের কাছে, কিন্তু সৌরভ,সুবাস নেই
আছে শুধু বাহ্যিক অবয়ব!
এ রূপ ওদের একটা ছল ।
মৌ মাছিরা বুঝে গেছে, হ্যাঁ হ্যাঁ
বুঝে গেছে.
ওরা মৌসুমী প্রতারক ফুল !
আমি দেখলুম, স্বার্থের টানে
ওরা ফুটে, ওরা জাগে- কোন বসন্তে
আসলে ফুলের বাগান রিক্ত এক সাহারা
ওরা বলে না, ওরা এখানে ফুটেছে
শুধুই স্বার্থে, শুধুই স্বার্থে
নিজিকে জাহিরে ।
আমি দেখলুম, মধুহীন ফুলে মৌমাছিরা দলে
দলে ছুটছে
অবিরাম বিশ্বাসে,সমাহীন শ্রদ্ধায় একটু
মুক্তির প্রত্যাশায়
আর তোমরা এ কি দিচ্ছ?
এখানে ও কি ব্যবসা কিংবা বাণিজ্য চলে
?
তোমরা তো আলোর দিশারী
তবে কেন এমন তারা ?
-----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
।
No comments:
Post a Comment