-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ওই যে ধোঁয়া উড়ছে, ও কি
স্বপ্ন না ইট ভাটা, ঠিক বুঝা গেল না !
সম্মুখে যাই আবার ফিরে আসি,
কিছু বলব কি বলব না ।
দেখতে থাকি,ভয়ে ভয়ে
ফুলের বাগানে এ কি ভাবছি!
যুবক- যুবতীরা এই ভাবে.
ঠোঁটে ঠোঁটে নেঁশার বিড়ি দেখছি.
যুবক যবতী, তোমরা স্বপ্ন তো ঠিক?
হও যদি সেই স্বপ্ন, তবে
এই যৌবনকে কিসের ধবংস নেশায়?
এ ভুলে যে জাতিকে পুড়তে হবে ।
-----------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment