Tuesday, March 12, 2019

সভ্যতা আজ বড়ই কাতর




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভাব ভঙ্গি দেখলেই বুঝতে পারি, তুমি এ সভ্য সমাজের কেউ নও
ঐ দেহ, ঐ নগ্নতা, ঐ ভুরুর শোভা এ সমাজের নয়
ঐ যৌবনের নৃত্য , উৎসাহী ধষর্কের প্রনোদনা
ঐ চেহারা, ঐ বক্ষ ভাঁজের রেখা এ সমাজের নয়!
ঐ প্রেম, ঐ যৌবন নৈশ চুক্তির এক প্রণয় মেলা..
সেই গোধূলী আভায় তুমি ডুবেছো রাত্রির আগেই..
সভ্যতার ফুলগুলি তুমি কেড়েছো নগ্ন গায়ে, নগ্ন চরিত্রে..
যা এ সমাজে নয়!
সভ্যতা আজ বড়ই কাতর, বুকে পাথর
তোমার অসভ্যতা, নির্জ্জলতা- এ সমাজকে বুঝল না ।
তোমার উম্মুক্ত চিহ্নগুলো ধর্ষকের উৎসাহ
চরিত্র হরণের কারখানা ।
তুমি আজ বেপরোয়া লাজহীন অলি গলি রাস্তা ঘাটে…
যা এ সমাজে বড় বেশী বেমানান ।
তোমার দর্শনে শুধু সভ্যতা ধবংসের জাহেলী সংলাপ!
অথচ তুমি ছিলে এ সমাজের এক ফোটন্ত গোলাপ ।
তোমার চলনে বলনে এ সমাজ রুক্ষতাময় তৃপ্তিহারা
সেখান হতে জ্বলে আগুন,ধর্ষণের ধর্ষকেরা তাই দিশেহারা
এর কোনটাই এ সমাজের নয় !
তুমি সভ্যতাকে হারাতে হারাতে
আজ সমাজের এক অসভ্য প্রাণী ।
এ যৌবনের, এ রূপের উম্মাদনা
আর কত দিন পাবে?
ফিরে এসো এ সমাজের সভ্যতায়- পবিত্র ধর্মের বন্ধনে ।
যেদিন তুমি বন্ধি হবে, সেইদিন এ অসভ্যতা পুড়বে দহনে ।
---------------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।





No comments:

Post a Comment