-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
বলেছিলে অধিকার দিবে, অধিকার দেও নাই
তোমার দরবারে কত চিঠি প্রতহ্য পাঠাই !
তুমি কি শুনতে পাও , না কি বুঝ না
ভাষা,
কত আন্দোলন , কত রক্ত স্মানে অর্জিত
আশা
সেই যুদ্ধ কি অর্থহীন খুবই ! এ
স্বাধীনতা কি ভুল?
লাল- সবুজ উড়ে !শুধু ফোটে না
গণতন্ত্রের ফুল!
তুমি কি এতো দুরেই রেখেছো সেইসব
স্মৃতি !
তোমার অন্তরে কি নেই সেই
মুক্তিযুদ্ধের প্রীতি?
জনতা বলে তুমি স্বৈরাচার,গণতন্ত্রের
লেশ নাই
তুমি স্বৈরতন্ত্রের আঙ্গিকে গণতন্ত্রেকে
দিয়েছো সাজাই..
যেখানে তোমার সূচনাই ছিল এক ক্ষমতার খেলা..
সেখানে মুক্তি যু্দ্ধের চেতনা হয়েছে অবহেলা
হে প্রিয়, জুলুম অত্যচার এ বঙ্গের
সঙ্গী প্রতিদিন
সব অধিকার, মৌলিক চেতনা বড় বেশী মলিন!
তোমার লাল সবুজে চেয়ে দেখ কত রক্ত জমা
এই অন্যায়, এই অবিচার করবে না কভূ
ক্ষমা।
জনতার চেনায় এক মুক্তি যুদ্ধের বিজয়ী
উদ্ভিদ
পদ্মা মেঘনা যমুনা এ প্রাণের চির
প্রেমের গীত!
তোমাকে যে চিঠি দিয়েছি- তা জনতার
প্রেম
খুলে দেখ, সেখানে স্বাধীন বাংলাদেশের
নাম ।
বলেছিলে অধিকার দিবে, অধিকার দেও নাই
তোমার দরবারে কত চিঠি প্রতহ্য পাঠাই !
-------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment