Tuesday, March 12, 2019

আপনার শূলে আপনার মৃত্যু!



                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিজয় লুকিয়ে আছে মানুষের আত্মারই আড়ালে
মানুষ বুঝে না
সে চায়  তাৎক্ষণিক বিজয়
পরাজয় বুঝে না এ সংসার
শুধু অধর্য্য হয়
চক্ষু মেলে দেখ না আকাশ
কত অপরূপ- অপরূপা নৈসর্গিক জগৎ ভূমি
দেখে না আপনার পথ চলা...
ক্ষণিক বসন্তে আজ শ্রীহীন ভিতর- বাহ্যিক !
বিজয় লুকিয়ে আছে মানুষের আত্মারই আড়ালে

মোহের কাছে গিয়ে
মানুষেরা হয়েছে কাঙাল
যে আত্মার শুদ্ধিতে থাকে পবিত্রতার স্পর্শ্
সেখানে নেই আর মানুষের আদর্শেরা, মানুষের চরিত্রেরা..
ঐতিহ্যের বিজয় আবার কখন হেরে যায়
সেই অভিমানে মানুষের পবিত্র আত্মারা..
আজ চৌদিকে পরাজয়ের পাল তোলে
ছুটে চলেছে, শুধু চলেছে, লাগামহীন চলেছে…
ঠিক যেন আপনার শূলে আপনার মৃত্যু!
------------------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


No comments:

Post a Comment