- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মনে আছে সেই অঙ্গিকার? সেই সৃজনের
মুহূর্তে
কেবই তার প্রভুত্ত্ব স্বীকার,
একাত্ববাদ স্বীকার!
অতঃপর বিন্দু বিন্দু জল হতে মায়ের অলীক
গর্ভে
সেই প্রিয় প্রিয়ার মতো অরূপ-অপরূপা
এক অধিপতির নভোমন্ডলে ভুমন্ডলে
মানবের শ্রেষ্ঠত্ত্ব কিংবা কখনো
পরাজিত প্রাণ!
সেই প্রাণেরা আজ জাগতিক লোভ মোহে
অকৃজ্ঞ মানব !
প্রাণের স্পন্দিত প্রবাহে পবিত্র কণিকারা
সুপ্ত..
বড় বেশী বিপথে সেই অঙ্গিকার, সঠিক
পথেই ছিল..
আজ সব ভুলে ছুটেছে, শুধু ছুটেছে
নশ্বরের সন্ধানে…
এ ভুলে যাওয়া যে
বড় ভয়ঙ্কর শাস্তির অপেক্ষা !
সেই প্রাণে কেউ অগ্নি জ্বেলেছে কিংবা
মহর মেরেছে..
চৌদিকে বাতিলের গল্প, শয়তানের মন্ত্র
লুকায়ে কিংবা প্রকোশ্যে অন্তরে অন্তরে
গড়েছে নরকের দূর্গ্ !
আরশ থেকে ভেসে আসে সেই মুক্তির বার্তা, যদি
প্রাণেরা স্বীকার করে,- লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)
এমন মুক্তি, এমন জন্নাতের বাগিচা
কখনো কেউ দেখেনি, সেই বাগিচায় থাকবে
শুধু প্রভূর গোলামেরা
কাল হাশরে- কাল বিচারে ।
এ নশ্বর হেরে যাবে শয়তানের
বন্ধুত্ত্বের কাছে।
এ নশ্বর জিতে যাবে মুমিনের দাসত্বের
কাছে!.
নবীর উম্মত জিতে যাবে কোরআন হাদিসের
মহব্বতে
আল্লাহর বান্দা জিতে যাবে শুধুই তার
অসীম রহমতে ।
মনে আছে সেই অঙ্গিকার? সেই সৃজনের
মুহূর্তে
কেবই তার প্রভুত্ত্ব স্বীকার,
একাত্ববাদ স্বীকার!
--------------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment