-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
স্বাধীনতার
নিকটে গিয়ে বলি;
লাল-সবুজ
পতাকা তুমি একটি গণতন্ত্র দিতে পারো?
পতাকা
বলে গণতন্ত্রের বিশ্বাস ঘাতক তোমার অস্থিমজ্জায়
যদি
সুশাসন দিতে পারো, তবে
হয়তো
বা পেয়ে যাবে- একটি মুক্তি !
মুক্তি
যোদ্ধার আত্মত্যাগকে বলি,
হে
যোদ্ধা আমাকে তুমি একটি বৈষম্যহীন পতাকা দিতে পারো?
রক্তে
পাওয়া বলে দাগ মুছেনি এখনো.
একাত্তুরের
ত্যাজদীপ্ত রক্তে যদি নিজেকে বিলিয়ে দাও ,তবে
হয়তো
বা পেয়ে যাবে- একটি মুক্তি!
ত্রিশ
লক্ষ শহীদের নিকট গিয়ে বলি,
হে
ইজ্জত হারা মা- বোন ,
ফিরে
পাবো কি তোমাদের সেই মুক্তি?
স্থপতির
স্বপ্ন কি জাগবে এ বঙ্গ জননী !
মতভেদ
ভুলে একই কন্ঠে যদি বেজে ওঠাও, গেয়ে যাও-
আমার
সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
হয়তো
বা পেয়ে যাবে – একটি মুক্তি!
শুধু মাত্র একটি মুক্তির জন্যে
এই স্বাধীনতা, এই দীপ্ত লাল-সবুজ এবং
একটি মুক্তিযুদ্ধ, লক্ষ শহীদের
আত্মদান..
বল না, আর কত দুর! আর কতকাল!
-------------------------------------
No comments:
Post a Comment