-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
অন্তর
বহুদিন একা থেকে থেকে শুধু চলেছে একাই,
রুগ্ন
প্রেম সামাজিক বন্ধন চৌকিতে হেনেছে আঘাত
হৃদয়হীন
নিষ্ঠুর সমরে !
প্রেম
আর দেখিনা প্রাণের ভিতরে,
হিংস্র
চরিত্রে মনুষ্যত্ত রেখে প্রেম মাতিছে রক্ত খেলা-
এই
প্রহর আর কতোকাল আর কতোটা পথ !
পরিবর্তনতো
চাই- হউক না নিছক, হউক না শুরু
নিঃসঙ্গ
প্রাণতো জাগে না- অনুভূতির শিহরণে হউক না ঠাঁই,
পরিবর্তনতো
চাই- পরিবর্তনতো চাই
অনেক
হয়েছে! অনেক হয়েছে! আর কতোটা কাল?
প্রেমহীন
নিকুঞ্জ ছায়া আর কতোটা ছড়াবে?
কতো
আর এই রক্ত গঙ্গায় নিষ্ঠুর প্রনাম!
হৃদয়ের
কাছে প্রেম কি তবে প্রতারনাময়?
এতো
বর্বরতা, এত হিংস্রতা আজ দেখি প্রাণের বাগানে,
এই
প্রেম জানে, হৃদয়ে হৃদয়ে কতোটা রক্ত ক্ষরণ
তবু
কি এক অমৃতের সন্ধানে মানুষেরা
ছুটে
চলেছে অবিরাম নির্দ্য় ফুলের সুবাসে সুবাসে।
হৃদয়
বুঝে না, প্রেমতো কাঁদে
মানবতার
অধ্যায়ে রচিত হয়েছে এক নিষ্ঠুর কবিতা!
বুক
ফাটা দুঃখ নিয়ে মনুষ্যত্ত পুড়েছে আজ চিতার অগ্নি কুন্ডলে..
চৌদিক
শুধু কালো ধোঁয়া
বিবেকেরা
নিশ্চুপ দেখে!
লোভের
ঠোটে চুমু খেয়ে চলেছে- এইতো সুশীল!
এতোই
চাটুকার! এতোই পক্ষপাত! বিবেকেরা বিক্রি হয়েছে নীল নকশার কালো রাত!
দেশ
প্রেম নাই- প্রতিবাদের মেরুদন্ড নেই- প্রেম আজ অবরুদ্ধ-
লাল
-সবুজ লুটে লুটে পাচার করেছে.
স্বাধীনতার
নীড়ে বিদ্রোহী পুষেছে,
যারা
কোনদিন মাতৃকা চায়নি পরাধীনতা চেয়েছে শুধু,
গোপনে
গোপনে ধরে আছে বিদ্রোহীদের আঁচল।
প্রেম
আর দেখিনা প্রাণের ভিতরে,
মনুষ্যত্তের
তপস্যা ঘিরে আছে আপনার আপনার লোভ লালসা!
তবু
হৃদয় খুলে হৃদয় চেয়েছি
যদি
ফিরে আসে !
প্রেমহীন
হৃদয় শিখা আর কতোকাল?
----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment