Monday, March 18, 2019

আর না, আর না




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক চেষ্টা ব্যর্থ্ হল, ব্যর্থ্ হল গন্তব্যে পৌঁছা আমার,
রাস্তার গাড়ীরা ব্যর্থ্, অলি গলি বদ্ধ, যাত্রী সবাই অস্থির,
অর্ধেক রাস্তা, অর্ধেক খোড়া, বাকী পথ বন্ধ যান আর যান
রাষ্ট্র যন্ত্র ব্যর্থ্, মাঠে নেই প্রহরী, মাঠে নেই আইন!
গাড়ী যত থমকে, যানজট ধমকে,যাত্রীসেবা চমকে!
কে আছে ধরবে! কে আছে তুলবে! জলে ডুবে আজকে।
লোকাল , সিটিং, গেট লক, প্রাইভেট, সি এন সি –অটো
ধরে মারে খায় খায় যাত্রী সেবা নাইতো –পেটো আর পেটো!
ভি ভি আই পি ছুটেরে উল্টো পাল্টো চলেরে.
কিসের আইন! কিসের কি!ক্ষমতার উপর নাইরে।
ডান বাম সব তার যাত্রী তোরা নাই আর.
আর না, আর না, জাগ তোরা ,জাগ এবার ।
আইন আছে প্রয়োগ নেই ঘুষ দিলে পায় ছাড়!
দিলে ওরা খুশী বেজায় নিচ হতে উপর তলার
যানজট, যানজট থমকে গাড়ী যত্র তত্র
হুসাইল বাজে নাহি চলে গেল মারা মাত্র!
আর না, আর না, জাগ তোরা ,জাগ এবার ।
উঁচু নিচু রাস্তায় যারা সম অধিকার আছে সবার ।
-----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment