Monday, March 18, 2019

প্রেমের বসন্ত যেন ফিরে আসে



                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
জন্তু জানোয়ার নই, নই কোন প্রেমহীন অধিরাজ!
আমিতো সর্ব্ শ্রেষ্ঠ প্রাণ,আমি এক মানবতার খনিজ;
কালো- আঁধারে আলো,শুধু আজ প্রেমের ডাকে
খুলেছি হৃদয় দুয়ার, ভালবাসার ফুল দিয়েছি তোমাকে।
যদিও মানুষ আমি, এই অন্ধ ভ্রান্ত সমাজে.
তবু এ প্রাণে, এ দেহে চির সাম্যের গান বাজে,
তুমি কি দেখতে  পাও আমারই এই আনাগোনা?
শিকড়ে তুমি খোঁজে দেখ মনুষ্যত্তের এই চেতনা!
আজ শুধু প্রেমিক প্রেমিকেরা বাতিলের পক্ষে ধরেছে ছাতা
মুক্তির নিশানা ভুলে ভ্রান্ত মন্ত্রে ন্যাড়া করেছে মাথা;
আজ দেখি জ্ঞাণী গুণি বিবেক প্রেমহীন প্রাণের সম্মুখে.
এক অগ্নি স্ফুলিঙ্গের পাঁপড়ি ছুঁড়েছে প্রেমিকার মুখে!
কিন্তু কথা ছিল দৃঢ় হবে প্রত্যেক প্রাণের এ শিকড়;
প্রেম প্রেমের বাঁধা! হৃদয়ে হৃদয়ে এক অসনি ঝড়!
শ্রেষ্ঠত্তের যত শিখা জ্বলে সে তো প্রেমেরই টানে.
এ ধরনির লোভ তো বুঝেনা চলেছে কার আহ্বানে।!
প্রেমের বসন্ত যেন ফিরে আসে আবার ঋতু বদলে
মানুষ যেন মানুষ রূপে জেগে ওঠে প্রতি সকালে ।
শ্রেষ্ঠ আমি তুচ্ছ নই- জানি আমি মানুষ ভ্রান্ত অতি.
 তবু জ্ঞানীরা মানবতার গানে গানে ছুঁড়ে জ্যোতি!
শ্রেষ্ঠ হয়ে জাগ প্রাণ; এ ধরনি ইস্পাত কঠিন কুঠিরে
প্রেমকে ছড়িয়ে দাও প্রেমিক-প্রেমিকার ভিতর বাহিরে।

প্রেমের বসন্ত যেন ফিরে আসে আবার ঋতু বদলে।
--------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment