Wednesday, March 13, 2019

জাগ্রত আছে প্রাণে




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কত প্রাণের রক্ত ক্ষরণের ফলে
          স্বাধীনতা দিলে
ফুটিয়াছে আজি সবুজ রাঙা সূরভী
          ওহে সংগ্রামে কবি
যুগে যুগে পরাধীন ছিল পাকিস্তানী শাসকের আঁচলে
          সেই হতে স্থপতির ধ্যানে
সংগ্রামের উত্তাল সমরে মুক্তির টানে
          জাগি ওঠেছিল মনে
এক যোদ্ধার যুদ্ধ বিজয়ী হাসি.
           দেখেছিল ব্শ্বিবাসী
আমার সোনার বাংলা গানে
          জাগ্রত আছে  প্রাণে ।
-------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment