-কবি মোঃ
আমিনু এহছান মোল্লা।
অকর্মা, ব্যর্থ্ ঢেকিটি চিনিস কি ভাই
তার
কোন লাজ সরম নাই ।
তার অর্জ্ন নাই, নাই রে তাহার শেষ,
এতো বকি ঘৃণা করি তবু সে বেশ!
ধরে আছে ফুল-কলি ধ্বংস করে দেশ ।
ওরে,আলোর জগতে নাইরে তাহার দিশা,
ওরে নাই রে পুস্প, শুধু ধ্বংস তাহার
নিশা ।
চেয়েছি সেই ফুল বাগানের শূন্য শূন্য
উড়িবে
জ্ঞানের ফানুস
হইবে কত জ্ঞান- কলিরা ধন্য
বাগান আজি কলঙ্কের পর কলঙ্কে বেহুশ!
ফুল সে ব্যর্থ্ জাগিতে আপন দেহে
ঢেকিরা তাই তুমুল ঘর্ণি তুফান বহে!
মালি
ব্যাকুল এ বুকে,
পুস্পেরা পরাজিত, কলিরা ধ্বংস,
স্বপ্নেরা দুঃখে দুঃখে!
ঢেকিটির লাফালাফি-অশুভের তরঙ্গে..
আপন মোহের সাজ সজ্জায় সে যে নিত্য
রাঙে ।
বাগানের পুস্প স্বর্গরাজি
সে করিছে কলঙ্ক আজি,
পুষ্প-কলি ধবংস করিল অকর্মা ঢেকির দলে
আজিকে সেই কলঙ্কের দাগ লাল সবুজের
কোলে ।
অকর্মা, ব্যর্থ্ ঢেকিটি চিনিস কি ভাই
তার কোন লাজ সরম নাই ।
------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment