Wednesday, March 13, 2019

আজি না বলো




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে প্রেমিক- প্রেমিকা,
           তুমি যতক্ষণ
           আপনারে না চিনেছো ভালো
           ততক্ষণ তব কালো
          আত্তার স্পর্শ্ কেবল স্বর্গিয় আলো
          অবাদ মেলা মেশা আজি না বলো ।

প্রেমিকা প্রেমিকায় দেখি না আর নিঁখুত সাধন
                      যতক্ষণ
                     প্রেমের গগণ
আত্তিক নয় দৈহিক মিলনে অলি গলি পার্কে যেয়ে
                     সতিত্ব ভুলে সব তার খুয়ে
                     কি যে হল পবিত্র দেহখানি !
হে প্রেমিক- প্রেমিকা,
তোমার কপালে এক কি কলঙ্ক দিল আনি?
গেল সে আত্ত্বা ভুলে দৈহিক মিলন শুধু চিনি।
                    তুমি আজ ফেঁসে
                    কলঙ্কেরা তাই হেসে
হে প্রম, দৈহিক নয় আত্বাকে ভালবাসে
অনুভূতি জাগিয়ে তুল প্রেমিকা-প্রেমিকার পাশে।

অবাদ মেলা মেশা আজি না বলো তোমার গোপন হৃদয়ে
পবিত্র বন্ধনের মাঝে প্রণয়ের সুখ চিরদিন রবে গাঁথা হয়ে ।
-------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment