Wednesday, March 13, 2019

যৌতুক নহে শিক্ষা খোঁজ



                              - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ওহে যুবক, যৌতুক নেবে না কোনকালে
বউ যে তোমার প্রিয়ে।
যে দিয়েছে প্রেমের হাওয়া প্রণয় তরীর পালে
উত্তাল ঢেউ বেয়ে।
তপ্ত দহে বৃষ্টি কণা শীতল ছায়ায় মিশে.
সুখ যেন ঐ মূর্ছে পড়ে জটিল সংসার পাশে,

তাই তো যুবক পণ করছে, না হারায়ে তার দিশে
বউ হতে সে নেবে না যৌতুক
থাকবে সুখে হেসে ।
ইচ্ছে তার ধেয়ে
শিক্ষিত হলে , চাকুরী করলে -মন্দ কি সে ?
হউক না সে মেয়ে !

যৌতুক নহে শিক্ষা খোঁজ নিবিড় অন্ধারে.
একের ভিতর দু’ই  পাইবে এই অভিসারে।

শিক্ষিত বউয়ে ঠকবে না আর
পাবেই অর্থের জ্যোতি!
ঘরে বাহিরে প্রেয়সী সে যে জীবন সুখের সাথী ।

যৌতুক নহে শিক্ষা খোঁজ বউকে আপন করে
হাসবে সে যে চাকুরী পেয়ে সংসার হাল ধরে ।
---------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


         
 

No comments:

Post a Comment