-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মূল্যবোধহীন এই নিশীথ রাতে
অযোগ্য আজ বড় উৎপাতে !
যোগ্যতা কি আর সম্মান রাজে?
ক্ষমতা অর্থে ঢোল সেই বাজে !
নিরব ক্রন্দন জ্ঞানী গুনির মাঝে
প্রেম- মানবতা গোধূলীর সাঁঝে
প্রকৃতের শ্রদ্ধা নির্ম্ম উৎখাতে !
এই নিশীতে মূল্যবোধেরা হারি,
তাই সম্মুখে আলোহীনেরা গর্জনে
শুধু গর্জনে ক্ষমতার লড়ি
আজ শ্রদ্ধাবোধের এমনি নিশা,
অর্থে কিনা সম্মান যেন পেশা!
এ কি সম্মান? নাকি ক্ষমতা দম্ভের
জাহির!
হে অযোগ্য,
ঘৃণা ভরে বলে তোমায় মুখে বীর !
আসলে তুমি লাজহীন অকৃজ্ঞ প্রাণ
এ শ্রদ্ধতো শ্রদ্ধা নয় অব্যক্ত অপমান
ওহে সম্মান যে হৃদয়ের গহিন গান ।
মূল্যবোধহীন এই নিশীথ রাতে
অযোগ্য আজ বড় উৎপাতে !
--------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment