-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এক স্বপ্নের বিভোরে জ্ঞান কলিরা জেগেছে
ডানা মেলে
ওগো এই লাল সবুজের কোলে
তাই কলিরা দিশা পেয়ে আজ উল্লাসে হেসেছে
প্রাণ খুলে
ওগো এই লাল সবুজের কোলে
আগামীর সুবাস ফুলে ফুলে তার
প্রাণ জুড়ে শুধু স্বপ্নের বাহার!
মুক্তির গান বাজে, শুধু বাজে আর,
জ্ঞান কলিদের পালে,
ওরা যেন দৃঢ় এক শপথ নিয়ে এসেছে দীপ্ত
জ্ঞানের কূলে,
ওগো এই লাল সবুজের কোলে
ওহে কান্ডারী, তোমার তীব্র ঝড়ো হাওয়ায়
আছে কি কোন সর্ব্নাশী ?
শিক্ষা বিনাশী কে এ চক্র? বেসুরা
বাজাল বাঁশী!
কোন
পথে চলেছে জ্ঞান কলিদের যাত্রা ?
প্রদীপে প্রদীপে জ্বলে ওঠে দেখি বিরহী
মাত্রা!
একটু চেয়ে দেখ- জ্ঞানের এ পাখী
কোন এক ঝরা বুকলে-অদৃশ্য ঘূর্ণিতে,
প্রশ্ন ফাঁস বাদলে এমনি নিথীতে জ্ঞান কলিরা
ঢুলে.
ওগো এই লাল সবুজের কোলে
জাগে না, জাগে না, মুক্তির দিশা- সে
যে চির পথ হারা,
তাই ছন্দ পতনে পতনে আঁধার নিশিথে
শিক্ষার সূর্য্ তারা !
ওরা যে পুড়ে গেছে তোমারই তাপ দহে
বাঁচাও বাঁচাও জ্ঞান কলিদের বাঁচাও-
ওহে কান্ডারী যুগপোযোগী শিক্ষানীতির
প্রবাহে ।
বলতে পার?
কেন আজ শিক্ষার দিপ্ত শিখা দাউ দাউ অগ্নি-শূলে
!
ওগো আর যেন না দেখি কোন বিদ্রোহী
জ্ঞান কলিরা বেড়ে উঠুক এ প্রভাত
প্রহরে লাল-সবুজের তরুমূলে..
এক স্বপ্নের বিভোরে জ্ঞান কলিরা
জেগেছে ডানা মেলে
ওগো এই লাল সবুজের কোলে ।
-------------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment