-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আপনার ফাঁদে আপনারে খায়-
ধবংস বিনাশে নব কৌশলে- নীল নকশা সমুদয়!
আপনার ভূতে আপনার নীড়ে পালা বদলে রং
ধরি’
হাকিমের আদেশ বিপরীত হেরি এজলাসে রায়
পড়ি।
অপরাধ কিনা বিবেচ্য নহে, এই কিনা মা’য়ের
অপমান,
শ্লোগানে শ্লোগানে মুক্তিরে খোঁজে ,
কেঁদে ওঠে দুঃখে প্রাণ।
কবিতার চরণ ভুলেগেছে ওগো কলংকে ভরা
গান
সে কিনা
কবিতা চোর, ধরা পড়াগেছে আপনার গর্দান !
বড় কিংবা ছোট অপরাধে অপরাধী কসম দেখি
না ঐ
হাকিমের এজলাসে শুধু দেখি তারে অন্যরা
গেল কই ?
আপন হাতে গড়া আপনার ফাঁদে যাবে নাতো
তুমি পড়ে?
ওঁত পেতে আছে শত্রুরা তোমার নীল নকশা
ধরে !
হাকিমের হাকিম চেয়ে আছে ওগো বিচারিক
এজলাসে
কোন হিংসাবোধে অন্যায় পথে ছুটেছো
কিনা উল্লাসে!
আজকের হিরো আগামীর শুন্য- ঐ বিধাতার
আদালতে
অবিচার কর না হে কান্ডারী- তোমার এই
ক্ষমতাতে।
আপনার ফাঁদে আপনারে খায়-
তবু বলিষ্ঠ থেকো- ন্যায় -প্রতিষ্ঠায়
কে পর ?কে আপন ? নহে বিচারিক সাজায়
তুমি হাকিম, তুমি নিরপেক্ষ বাদী
-বিবাদীর প্রত্যাশায় ।
আপনার ফাঁদে আপনারে খায়-
ক্রমে
ক্রমে যদি জেগে ওঠে নীল নকশার অভিপ্রায়।
-----------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment