Wednesday, March 13, 2019

এক ভয়ঙ্কর স্বার্থের ফাঁদ



                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
জাতিকে ন্যায়-বিচারের পথ কে দেখাবে ?
কে তাড়াবে প্রতিহিংসাকে? কে শুনাবে সাম্যর গান এমন!
হিংসে বিদ্বেষ তো সেই থেকে শুরু প্রাণের
যখন মৌলিক গান ভুলে গেছি…

মানুষের নৈতিকতা বলে কিছু নেই.
মানুষের কৃতজ্ঞতাবোধ বলে কিছু নেই,
আছে শুধু প্রতিহিংসার অগ্রাসী ছোবল!
ভ্রান্ত তো জাতির প্রেম- প্রেম তো স্বার্থের- স্বার্থের দাবানল
বিশ্বাস ঘাতকের নিষ্ঠুর বুলেট রক্তাক্ত আপাদমস্তক !

জাতিকে দুঃখে রেখে বিদ্রোহীরা কিন্তু সুখী হয়,
স্বার্থের পালা বদলে একই সুরে একই গান গায়..
তবু অন্ধ জাতি ছুটে, না বুঝেই ছুটে, শুধুই ছুটে
হে সরল বাঙ্গালী,
তোমাদের পরির্ব্তন হয়েছে কি মোটে ?

কিভাবে হবে বলো! আমরা কি শোধরাতে পেরেছি?
আমাদের পরাজয় আমরা নিজেরাই এনেছি..
কিসের মোহে ওদের পিছুন ছুটেছি, আমরা কি জেনেছি?
আজ তো মিছিলে মিছিলে তুমুল গর্জনে শুধু ছুটেছি,
হুজুগে ছুটেছি, অবিরাম ছুটেছি….
আজ ওরা কোথায়, আর আমরা কোথায়?
আমি তুমি জেলে কিংবা লাশ আর ওরা ? একটু ভেবে দেখো ।

যতদিন না আমাদের চৈতন্য মৌলিক ধারায় না  আসবে
ততদিন দুঃখ তো আমাদেরকে গ্রাসে গ্রাসে মুসকি হাসবে !
এ পরাজয় আমরা নিজেরাই এনেছি দেশলাই কাঠির মতন,
ওরা অবয়ব সাজিয়েছে এ মাতৃকার বুকে এক অগ্নিতিলক!
তুষারের নাম করে অগ্নিউৎসব সংগোপনে..
সাজিয়ে রেখেছে এক ভয়ঙ্কর স্বার্থের ফাঁদ !
---------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment